সোনার বোতাম
গন্ধবণিক
এমন খেলায় শুধু পাগলামি শুধু এলেবেলে বাক্যের বুক
কেউ কাছে নেই, কিছু বলবার
কিছু খুঁজবার ভ্রম বেড়ে যায়
কলজের জোর
ভীষণ নরম
দিনের বেলায় দুইটি টগর উপহার এলো, ছোট্ট মেয়েটি
এখনো কেন যে
কিশোরী হয়নি ! ভালোই লাগে না....
মুখোশ পড়েই ফুঁপিয়ে কাঁদল নিজের আয়না
মহাজীবনের ঘুম এসে গেল হঠাৎ হঠাৎ -
মধ্যেরাত্রে বিছানাটা তাই খেলার সঙ্গী, বুঝবে না কেউ
জগতের কাছে ক্ষুদ্র বিন্দু ধার চেয়েছিল মরমি সকাল
তারপর শোক,
অত্যাগসহন-
নিজেই নিজের ঠিকানা খুঁজছি, এতটা কঠিন ?
সহায়তা নেই -
গাছগুলোসব বোকার মতন দাঁড়িয়েই থাকে
হাঁটতে শেখেনি;
হারানো কথার ঘ্রাণে বয়ে আনে ২৩টি বাতাস
প্রতিটি অঙ্গে,
ভুরু কোঁচকানো ফর্সা পাখিরা সোনার বোতাম
ঠোঁটে নিয়ে ঘোরে
দেবে না কখনো,
দেবে কি কখনো ?
ভয় পেয়ে যাই, ভয় পেয়ে হায় চকিত সাহসে
হাজার আকাশ
চিবিয়ে খেলাম
চোরকে ডেকেছি---চুরি করে নাও, লাল-নীল-কালো প্রবল হিংসা ।
গন্ধবণিক
এমন খেলায় শুধু পাগলামি শুধু এলেবেলে বাক্যের বুক
কেউ কাছে নেই, কিছু বলবার
কিছু খুঁজবার ভ্রম বেড়ে যায়
কলজের জোর
ভীষণ নরম
দিনের বেলায় দুইটি টগর উপহার এলো, ছোট্ট মেয়েটি
এখনো কেন যে
কিশোরী হয়নি ! ভালোই লাগে না....
মুখোশ পড়েই ফুঁপিয়ে কাঁদল নিজের আয়না
মহাজীবনের ঘুম এসে গেল হঠাৎ হঠাৎ -
মধ্যেরাত্রে বিছানাটা তাই খেলার সঙ্গী, বুঝবে না কেউ
জগতের কাছে ক্ষুদ্র বিন্দু ধার চেয়েছিল মরমি সকাল
তারপর শোক,
অত্যাগসহন-
নিজেই নিজের ঠিকানা খুঁজছি, এতটা কঠিন ?
সহায়তা নেই -
গাছগুলোসব বোকার মতন দাঁড়িয়েই থাকে
হাঁটতে শেখেনি;
হারানো কথার ঘ্রাণে বয়ে আনে ২৩টি বাতাস
প্রতিটি অঙ্গে,
ভুরু কোঁচকানো ফর্সা পাখিরা সোনার বোতাম
ঠোঁটে নিয়ে ঘোরে
দেবে না কখনো,
দেবে কি কখনো ?
ভয় পেয়ে যাই, ভয় পেয়ে হায় চকিত সাহসে
হাজার আকাশ
চিবিয়ে খেলাম
চোরকে ডেকেছি---চুরি করে নাও, লাল-নীল-কালো প্রবল হিংসা ।
No comments:
Post a Comment