Tuesday, 3 April 2012

দাবা খেলায় বীজগণিত পদ্ধতিতে (ALGEBRIC SYSTEM) এ লেখার নিয়ম PART- 1

দাবা সম্পর্কে আমার জ্ঞানের সীমা সামান্য, তবু দাবার বিভিন্ন বই পড়ে এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করার প্রয়াস করছি।
আমরা অনেকে দাবা খেলি কিন্তু আমরা দাবা খেলায় লেখার নিয়ম জানিনা ফলে অনেক সময় খেলা নিয়ে প্রতিপক্ষের সাথে সমস্যা হয়।যদি আমরা লিখতে জানতাম তাহলে প্রতিটা চাল স্কোর শীট এ রেকর্ড থাকত ফলে কোনো সমস্যা হতো না। তাহলে এবার জেনে নিন দাবার চাল রেকর্ড করার নিয়ম।
দাবা বোর্ডের মধ্যে মোট ৬৪ টি সাদা-কালো ছক বা ঘর আছে।প্রথমেই দেখুন দাবা বোর্ডের লম্বালম্বি ৮টি ‘ফাইল’ কে, a , b , c , d , e , f , g , h   এইভাবে চিহ্নিত করা হয়েছে । আর সমান্তরাল ‘সারি’ গুলোকে 1 ,  2 , 3 , 4 , 5 ,  6 , 7 , এইভাবে নাম্বার দেয়া আছে।


 এখানে দাবা বোর্ডের পুরো 64টি ঘরের সাংকেতিক নাম্বার বীজগণিত পদ্ধতিতে লিপিবদ্ধ করে দেখানো হয়েছে :

এইতো গেল ছকের সূচক চিহ্ন এবার বিভিন্ন ঘুঁটির সাংকেতিক চিহ্ন বা আদ্যক্ষর কিভাবে লেখা হয় তা দেয়া হল।
রাজা =KING=K
মন্ত্রী =QUEEN=Q
গজ =BISHOP=B
নৌকা =ROOK=R
ঘোড়া =KNIGHT=N
বড়ে =PAWN=বীজগণিত পদ্ধতিতে এর কোনও সাংকেতিক চিহ্ন দেয়া হয় না।

চাল : এবার 3 নম্বর  ছবিটি লক্ষ করি। যখন

 কোন একটি ঘুঁটি চাল দেয়া হবে, তখন তার আদ্যক্ষর এবং যে ঘরে ঘুঁটিটি পৌছাল, সেই ঘরের নাম্বার লিখতে হবে।যেমন
 ঘোড়া বা নাইটের আদ্যক্ষর হলো, N এবং যে ঘরে পৌছাল তার নাম্বার হলো c2 , অতএব লিখতে হবে Nc2 । 

এখানে সাদা ঘুঁটির চাল দেয়া হল :
(1)  Nc2 অর্থাৎ সাদা ঘোড়া c2 ঘরে চাল দেয়া হয়েছে

(2) Ra1 অর্থাৎ সাদা নৌকা a1 ঘরে চাল দেয়া হয়েছে

(3) Re1 অর্থাৎ সাদা নৌকা e1 ঘরে চাল দেয়া হয়েছে

(4) Qa8 অর্থাৎ সাদা মন্ত্রী a8 ঘরে চাল দেয়া হয়েছে
(5) c4 অর্থাৎ সাদা বড়ে c4 ঘরে চাল দেয়া হয়েছে

এখানে কালো ঘুঁটির চাল দেয়া হল :
(1) Nc8 অর্থাৎ ঘোড়া c8 চাল দেয়া হয়েছে

(2) Rh3 অর্থাৎ নৌকা h3 চাল দেয়া হয়েছে

(3) Bf7 অর্থাৎ হাতি f7 ঘরে চাল দেয়া হয়েছে

(4) আমরা এবার নিচের ছবিটিতে 2টি নৌকাকে
লক্ষ করি দেখা যাবে তার একই সারিতে আছে।
2টি নৌকা তো একই ঘরে চাল যায় যেমন   d4   ।
তাহলে এভাবে লিখবেন ধরুন a1  ঘরের নৌকা d1   ঘরে আনেন তাহলে লিখবেন  Rad1      অর্থাৎ যে ঘর থেকে পিস টি আনছেন এবং যে ঘরে নিচ্ছেন সেই ঘরের নাম ও পরে ঘরের সংখ্যাটি লিখবেন।

পরবর্তী লেখা অর্থাৎ পার্ট 2 দেখুন আরো জানতে চাইলে ।

No comments:

Post a Comment