বৈষ্ণব
শাদা রাস্তা চ’লে গেছে বুকের মধ্যে
পাতার সবুজ সম্মিলিত কাঁচা শব্দে
যে তোমাকে ডেকেছিলো ‘রাধা’,
আধখানা তার ভাঙাগলা, আধখানা তার সাধা।
শাদা রাস্তা চ’লে গেছে বুকের মধ্যে
পাতার সবুজ সম্মিলিত কাঁচা শব্দে
যে তোমাকে ডেকেছিলো ‘রাধা’,
আধখানা তার ভাঙাগলা, আধখানা তার সাধা।
No comments:
Post a Comment