Monday, 2 April 2012

একটা দিন - শহীদ কাদরী

একটা দিন

ডাঙায়-ডাঙায় অনেক ঘুরলে
মাছের সঙ্গে একটা দিন
না হয় কিছু জমলো ঋণ

হাওয়ায়-হাওয়ায় অনেক উড়লে
গাছের সঙ্গে একটা দিন
না হয় কিছু জমলো ঋণ

ঊরু আর নাভি অনেক খুঁড়লে
প্রেমের সঙ্গে একটা ‍দিন
না হয় কিছু জমলো ঋণ

No comments:

Post a Comment