Tuesday, 3 April 2012

প্রিয়তমাসু - শহীদ কাদরী

প্রিয়তমাসু

ভেবেছি তোমার খোঁপার জন্যে
পাঠাবো একটি সোনালি তারা,
- সে কেবল কথা হাল্কা, নীল ও
                                  কুয়াশাময়।
বরং কিনেছি উজাড় পকেটে
সেন্টের শিশি, স্বপ্নমাখা !

রাত্রে তোমাকে স্বপ্নেও দেখি
গণিকালয়ের সারিতে একা,
আমারি মুখের মতন হাজার
মুখের মিছিল
           তোমার জন্যে প্রতীক্ষায়।

No comments:

Post a Comment