Monday, 9 April 2012

ঢেউয়ের সঙ্গে - গন্ধবণিক

ঢেউয়ের সঙ্গে

গন্ধবণিক

অরূপ ভোরের বুকে কুয়াশারা থমকে দাঁড়ালো
নিদ্রাহারা যে প্রহর ছিল তা-ই করি সমর্পণ,
মূর্তিমতী, এই নাও দীপখানি; শুষে নিও আলো-
পোকা থিকথিক করে, জনারণ্যে করোনা চয়ন।

হাজার দরোজা খুলে বের হয় সাজানো পুতুল
কূটযন্ত্রে আবদ্ধ পশুরা নিষ্ঠুর হেঁয়ালি করে-  
রূপকথা চোখে এঁকে রাজপুত্র করে বড় ভুল,
অদেখার দেখা পেয়ে নিখিলের প্রাণ ওঠে নড়ে।

আকাশ দেখেছো নাকি-  ভালো করে গতরে মেখেছো ?
যদিও মণ্ডূকবৃত্তি তবু ঢেউয়ের সঙ্গে যোঝে
লজ্জাহীন বাসনারা। সময়ের দাঁত কী দেখেছো ?
পৃথিবীও ভীত হয়ে রাত্রিশেষে সূর্যালোক খোঁজে।

ফিরে যাও হে যুবতী, এইখানে অবুঝ কেতন
দুর্লভ ঝড়ের মুখে। ফিরে যাও, যাও, ফিরে যাও-
পাখির মুখোশ পরে হেঁটে যায় দণ্ডিত যে-জন
নয়নাভিরাম, কচি কেন তাকে বুকটা দেখাও ?

প্রশ্নচিহ্নের মতন দাঁড়িয়ে রয়েছে চেনা ছায়া;
দুইটি ঠোঁটের সাথে কথা বলে ভিন্ন দু’টি ঠোঁট,
দুইটি চোখের থেকে ঝরে ভিন্ন চোখদের-ই মায়া,
স্রোতস্বিনী অহোরাত্র দরোজায় করে ছটফট। 

No comments:

Post a Comment